নীলফামারীতে রঙিন মুরগির বাচ্চার কিনে ঠকছে মানুষ

শেয়ার করুন          নীলফামারীর বিভিন্ন উপজেলার হাটবাজারে কৃত্রিম রং লাগা মুরগির বাচ্চা কিনে ঠকছে মানুষ। গ্রামের পাড়া-মহল্লাহ বাড়ি বাড়ি গিয়ে আকারে ছোট ছোট গোলাপি, লাল, নীল ও সবুজ বাহারি রঙের এ মুরগির বাচ্চাগুলো বিক্রি করছেন কিছু অসাধু বিক্রেতা। দেখেই পছন্দ করে অনেকেই ঝটপট কিনেও নিচ্ছেন।   সরেজমিনে জেলার পৌর সবজি বাজার, ঢেলাপীড় হাট, হাসপাতাল মোড়, কালীতলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় পোল্ট্রি মুরগির বাচ্চা রং করে বিদেশি উন্নত জাতের বাচ্চা (কালার বার্ড) বলে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। পছন্দ হওয়ায় অনেকে বেশি দামেই কিনছেন বাচ্চাগুলো। লাল নীল ও সবুজের বাহারি … Continue reading নীলফামারীতে রঙিন মুরগির বাচ্চার কিনে ঠকছে মানুষ